একত্ববাদ

মৃত্যু সবার সত্য যেমন সত্য হাদিস কোরান,
এক বিধাতার আরশতলে আমরা মুসলমান।
এক আদমের বংশধরে একই খোদার বাণী,
মুহাম্মদের(সঃ) নবুয়তে আমরা সবাই জানি।
তিন জনমের পূর্ণ বিধান ব্যাখ্যায় কেনো ভেদ?
রক্ত ঝরায় গড়ছো শুধু স্বজাতিতে খেদ?
একগাছেতে ফলে যদি ভিন্ন কোনো ফুল,
পরগাছা তা ভাবলে আসল হবে বড় ভুল।
এক কোরানের আয়াত পড়ে অর্থ বুঝে দুই,
বিরোধ করে আপন ভাইয়ের রক্তে ভেজাও ভূই।
জ্ঞানপাপী আর পথহারা সব দেখরে চেয়ে দেখ,
এক খোদার ঐ চন্দ্র সূর্য আকাশটা যে এক।
শান্তি নামের আকাশ জুড়ে শকুন দিছে হানা,
তোর কাজে সে গাইছে বাকুম মেলছে লোভে ডানা।
ওত পেতেছে হায়না রূপে ঐনা সীমানায়,
দূর্বলতায় কলজে খাবে বিচার বাহানায়।
তাওহীদী যার রক্ত কনায় একত্ববাদ প্রাণে,
সময় এখন নয়তো ভায়ের কষ্ট দেওয়া জানে।
ডানে বামে সামনে দেখো, দেখো ভুবন ময়,
হায়না শকুন হঠায় দিয়ে ফিরাও স্বর্ণসময়।
—সমাপ্ত—

634total visits,8visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply