গা ঘেঁষে দাঁড়াবেন না-০২

কিছু কথা ভালো হয়-
কিছু কথা খচ্চর।
কিছু মানুষ সাধু হয়-
কিছু লোকে হয় চোর।

চোরে আবার সাধু হয়,
নিন্দুকে কাবু হয়।
ভুল কথা বলা হলে-
চিরকাল হালে রয়।

সুস্বাদু খাবারে বোন-
এক ফোঁটা কেরোসিন।
সাধনা শ্রম ধ্বসে সব,
নয় যাহা সমীচীন।

চোর করে চুরি যখন,
থাকে সে আড়ালে।
ধরতে গা ঘেঁষা পাপী-
হাতটা কি বাড়ালে?

দোষী ছিলো সম্মুখে,
সেখানে মুখ লুকে,
আজ বলো পঁচা কথা!
কোন সে ভ্রান্ত সুখে?

যেখানে পুরুষ জাতি,
মেয়েকে মা জানে।
তার নামে ঢালাওভাবে-
অপবাদ সবখানে!!

তুমি হলে দল ছাড়া,
গা ঘেঁষা তার মতো।
দুজনেই যাচ্ছ করে-
মনের মাঝে ক্ষত।
—সমাপ্ত—

588total visits,8visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply