ঘুষখোর ভিক্ষুক

ক্ষুধার্ত যে পেটের জ্বালায়
জানায় এসে আর্তি,
ভিক্ষুক সে নয় প্রভুর কাছে
সাহায্য সে প্রার্থী।

তবে বল এই সমাজে
ভিক্ষুক বলি কাকে?
ঘুষখোরে যে সবার কাছে
হাতটা পেতে থাকে।

নীতিহীনা লোভী কারা
বলতে কী তা পারো?
যোগ্য সম বেতন পেয়েও
চাইছে যারা আরও।

কাকে বলি এই সমাজের
কড়া পোকার ছাগ?
উন্নয়নের মূলটা কেটে
নেয় যে ঘুষের ভাগ।

বলো দেখি এই সমাজে
লজ্জা কাদের নাই?
নিঃস্ব গরীব দেখেও যাহার
ঘুষের টাকা চাই।

ফকির গুলো সহায় পেতে
ধনীর দরজায়,
ঘুষ ভিখারি গরীব দুঃখী
সবার কাছেই চায়।

অভাব এদের রয়না ঘরে
অভাবী হয় চোখ,
পূরতে তাহার অসীম অভাব
বাড়ায় লোকের শোক।

চাইছে না আর দেখতে কেহ
ঐ চেয়ারে বসে,
ঘুষখোরে যার নীতিহীনায়
বিবেক গেছে ধ্বসে।

হাত পাতাতে যদি তুমি
বেশি আরাম পাও?
চেয়ার ছেড়ে পথে বসে
দু’হাত পেতে চাও।

—সমাপ্ত—

680total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply