নব্য নাস্তিকতা

নাস্তিক হবার ধুম লেগেছে নাস্তিকতার ধুম
ইবলিশেরই ইশারাতে দিচ্ছে তাঁরা ঘুম।

মরচে পড়ে মলিনতায় ক্ষয়ীছে জ্ঞানের ধার,
আলকোরানের প্রমাণ দেখেও থাকছে নির্বিকার।

ওরা
আরশওয়ালার দয়ায় ডুবেও ভুলছে তাঁহার নাম,
আইসিইউতে গেলেই বোঝে অক্সিজেনের দাম।

ওরা
খোদার খেয়ে লুটায় পায়ে দেখলে বড় লাট,
ইহকালের ভোগ বিলাসে জমাতে চায় হাট।

বিবেক দ্বারে লাগছে আগুন পুড়ছে জ্ঞানের চোখ,
চিন্তায় এখন বন্য জীবন যাপন করুক লোক।

পাগল ছাড়া কে আর ভাবে স্রষ্টা ছাড়াই সৃষ্টি,
নাস্তিকতায় বিশ্বাসীদের দিকেই রাখো দৃষ্টি।

সবাই মানে সবার ধর্ম নাস্তিকতার ধর্মটা,
ইসলামেরই পিছে লাগা দেখবে তাহার কর্মটা।

শালীন বেশে চলা বলা হারাম সুদ আর ঘুষ,
এসব নীতি মানতে তাদের আরাম তিতা জুস।

পদ্ধতি তাই করছে বাহির নিজের তরে মন্দনা,
নিরপেক্ষ ধর্ম নীতির যাচ্ছে করে বন্দনা।
—সমাপ্ত—

569total visits,8visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply