পাকিদের পরাজয়

শাসক নামে শোষক হয়ে
হত্যা খুন ও ধর্ষণ,
চালায় পাকি এতো বেশি
হার মানে ঐ বর্ষণ।

বাংলার বুকে আগুন জ্বালায়
ছড়ায় বারুদ গন্ধ,
মানুষ রূপে হায়না তারা
বোঝেও যে জন অন্ধ।

বাংলা মায়ের প্রাণের বুলি
কাড়লে বাংলা ভাষা,
প্রতিবাদে জাগে যতো
কামার কুমার চাষা।

নীল চাষে নয় শোষণ শাসন
বলে বাংলাদেশী,
যুদ্ধে নামে দেখায় দিতে
শক্ত কাদের পেশী।

বিশ্বটাকে চমকে দিয়ে
বিজয় আনলে ছিনে,
লেজগুটিয়ে পালায় পাকি
আঁধার রাত ও দিনে।

715total visits,10visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply