বউ শ্বাশুমার যুদ্ধ

বউ শ্বাশু মা এই যুগেতে কুমড়া ও দা’র বাস,
একটু কারো জ্বালাতনে বাড়ে হা হুতাস।
শ্বাশু মাকে আম্মা বলা নিজের মাকে মা,
বউমা কভু হয়না মেয়ে ভাবছে জামানা।

জামাই শ্বশুর বা শ্বাশুড়ি ঝগড়া ক’জন করে,
যেমনি করে বউ শ্বাশুড়ি বাংলাদেশের ঘরে।
এই নারীদের সম্মাননা মেয়ে,মা আর বোন,
দিচ্ছে সবই পুরুষ জাতি যেথায় প্রয়োজন।

বউ শ্বাশুমার ঠুনাঠুনি হিংসা অনল বান,
মেয়ে জাতি নিজরা জ্বেলে সুখকে করে ম্লান।
বউয়ের স্বামী আপন তাঁহার পুত্র কী মা’র পর?
যার মতো সেই রাখতে কাছে ঝগড়া জনমভর

কানপড়াটার চর্চা চলে রাত্রি দুপুর সাঁঝ,
খারাপ কথায় দেয়াল জাগে সদস্যদের মাঝ।
কেউ হারে কেউ জেতে আবার যে যতটা দক্ষ,
ছেলেরা না ছাড়তে পারে দু’য়ের কোনো পক্ষ।

সবার মনে আগুন জ্বলে শীতল বাতাস ঘরে,
বিলাসবহুল বিছানাতেও মন আনচান করে।
মেয়ে হলো মায়ের জাতি কথা যেমন ঠিক
তাদের মাঝের এই আচারণ পাবে হাজার ধিক।

—সমাপ্ত—

582total visits,10visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply