বেকার জীবন

শেখার পরে বেকার জীবন
বইতে যখন হয়,
যন্ত্রণা তার যেমনি চিতায়
জ্যান্ত মানুষ রয়।
বেকার ছেলের হালটা এমন
যেনো হাটের ঢোল,
সবাই এসে আঘাত করে
দিয়ে বেকার বোল।
অন্ন পানি আরাম আয়েশ
সুখেরি সংসার,
স্বপ্নে এসে স্বপ্নে হারায়
সোনার হরিণ তার।
হতাশার এক পোকা এসে
বেকার মগজটায়,
স্বপ্ন ভাঙ্গার ব্যাথা দিয়ে
কুরে কুরে খায়।
তবু বেকার বিশ্বাসে সেই
আশায় বাঁধে বুক,
সোনার হরিণ ধরা দিবে
আসবে ফিরে সুখ।

847total visits,10visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply