বৈশাখী আয়োজন

আর কিছুদিন পরেই দেশে
আসিবে বৈশাখ,
তবলা আঁকা শাড়ি কিনতে
যাচ্ছে মেয়ের ঝাঁক।

এক তারাটার আলপনা আর
কুলার প্রতিরূপ,
দোকান দারের কাটতি ভালো
চলছে নাকি খুব।

ছেলে গুলোর পাঞ্জাবি আর
গামছা কেনার ধুম,
বাঙ্গালী সাজ সাজবে সবাই
চোখেতে নাই ঘুম।

কোথায় কে কে পান্তা খাবে
করছে দলে ঠিক,
ইলিশ আগেই ফ্রিজ করার
হিড়িক চারিদিক।

আলতা ফিতা মাটির ভূষণ
বাড়ছে খুবি দাম,
কিনছে তবু বাজার ঘুরে
ঝরায় গায়ের ঘাম।

হাতি ঘোড়া পেঁচা সহ
মুখোশ করা শেষ,
মঙ্গল শোভা যাত্রা কালের
কার্যে মেতে দেশ।

ফকির হতে শুরু করে
মন্ত্রী এমপি গণ,
সুষ্ঠু ভাবে দিন পালনে
করছে সবাই পণ।

সারা বছর চাইনিজে আর
র‍্যাপ গানে যে মন,
এই ওছিলায় বাঙ্গালিত্বে
ফিরবে কিছুক্ষণ।

856total visits,12visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply