মানবতার দৃষ্টি

মানবতার দৃষ্টি

তোমার দারে হাত পাতে যে
আহার পাবার আশায়,
তারি মাথায় হাতটা রেখো
একটু ভালোবাসায়।

পথের পরে ঘুমায় যাঁরা
জাজিম বানায় ভূমি,
তাদের রেখে ক্যামনে ঘুমাও
স্ব-জাতি ভাই তুমি?

মনে রেখো ঐ দুখীদের
থাকলে বাড়ি গাড়ি,
ঘুরতো না সে দারে দারে
নিজের গাঁ-টি ছাড়ি।

চলছো বলে বিলাস রথে
দেখছনা কি চেয়ে?
কেমনে তাদের অশ্রু ঝরে
অঝোর ধারায় বেয়ে?

তারাও মানুষ এই জগতে
খোদার সেরা সৃষ্টি,
তাদের দিকে রেখো তোমার
মানবতার দৃষ্টি।

—সমাপ্ত–
কোমরাইল,ডুমুরিয়া, খুলনা।

1207total visits,4visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply