মায়ের প্রতি অবহেলায়

যে মা তোমায় পেটে রেখে
বুকে দিলো ঠাঁই,
বউয়ের কথায় ভাবছো তাকে
চুলার বাসি ছাই।

যে মা নিজে উপোস থেকে
তোমায় দিলো অন্ন,
দিলে তাকে এমন জীবন
ভাবছে লোকে বন্য।

বউকে নিয়ে যাচ্ছ দূরে
গাচ্ছ সুখের গান,
দেখছ না ঐ মায়ের বুকে
বইছে দুখের বান।

অভাগা আর কুলাঙ্গারে
হয়না তোমার তুল,
নেমকহারাম বেইমান তোমায়
জন্ম দেওয়াই ভুল।

কান পড়াটায় গায়ের জোরে
মাকে দিলে ঠেলে,
হিসাব তোমায় দিতেই হবে
পরকালের জেলে।

—সমাপ্ত–

653total visits,8visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply