রহমতের বৃষ্টি

গরমের এই চরম হালে
নামলো যখন বৃষ্টি,
সুখের ছোঁয়া লাগলো গায়ে
কী অপরূপ সৃষ্টি।

দৃষ্টি সীমার দূর আকাশে
সৃষ্টি করে ঠান্ডা,
বইয়ে দিলে শোভন হাওয়া
ভোগ করে সব বান্দা।

লবন পানি মিষ্টি করে
মরুর বুকে ঝরায়,
তার সমতুল নাইতো কেহ
এইনা বসুন্ধরায়।

বাদলা দিনে জোয়ার নদে
সজীব ক্ষেতের ধানে,
তার কারনে সুখের হাওয়া
বহে সবার প্রাণে।

বৃষ্টি খোদার রহমতের
বিষ্ময়কর এক সৃষ্টি,
যায় তা দেখা বিশ্বজুড়ে
দিলে একটু দৃষ্টি।

—সমাপ্ত—

967total visits,8visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply