রাস্তা পারাপার

সুস্থ দেহে বাঁচার তরে
বাসনাটা যার ,
ডানে বামে দেখে তবে
রাস্তাটা হও পার।
ক্ষণিক ভুলের মূল্য দিতে
সারা জনম ভর,
অসহ্যকর যন্ত্রানাতে
থাকবে ভুবন পর।
যতই থাকুক আপন জনা
ঘিরে চারি পাশ,
নিজের কষ্ট নিজেই সহে
করবে বসবাস।
কাজে মাঝে থাকবে তাড়া
আসবে প্রিয়ের ফোন,
তাড়াহুড়োয় গাড়ির নিচে
দিওনা জীবন।
একমিনিটের সময় দামে
বোকার মরণ হয়,
রাস্তা পারা পারে গিয়ে
যেনো স্মরণ রয়।
—সমাপ্ত—

1277total visits,8visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply