সততার চাষী

হৃদয় জমিন জুড়ে আমার-
বীজ বুনেছি নিজে,
সততার চাষ করি সেথায়
কষ্টের জলে ভিজে।

পরকালের সুখেরি সার-
লাগাই তারি মূলে,
তোষামোদের কীটনাশক
দেইনা কভু ভুলে।

ধর্ম ভীতি নৈতিকতার-
বেড়া দিলাম পাশে,
অবিচার আর অন্যায় কভু
নাহি যেন আসে।

লোভ লালসার গাছড়া গুলো-
বাড়ছিলো যা ধেয়ে,
সাফ করিলাম অল্পে খুশির
কাস্তে খানা চেয়ে।

সাহায্য কারী খুঁটি দিলাম-
জমির মধ্য খানে
ক্ষেতের পোকা খেতে যাতে
বন্ধু পাখি আনে।

আশায় আছি ক্ষেতের মাঝে-
ফুটবে সৎ এর ফুল,
সুভাসিত করবে সে ফুল
আমার দুটি কূল।

ফল ধরিলে বিলিয়ে দিবো-
এইনা জগত মাঝে,
ভোগ করিবে ফল সকলে
সকাল দুপুর সাঁঝে।

811total visits,10visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply