সময়ের বলয়

ফেলে আসা দীর্ঘ পথের
ঐ যে অনুক্ষণ,
দুঃখ সুখের মিশ্র স্মৃতি
মায়ায় টানে মন।

কন্টক বিছা বন্ধুর পথে
চলতে নিরন্তর,
অশ্রু এবং রূধির ধারায়
ভাসে এ অন্তর।

শ্রাবণ দিনের বজ্রধ্বনি
কালবৈশাখী ঝড়,
সব ফেলে আজ আগামিতেই
গড়ছি আড়ম্বর।

স্বপ্ন বিলাস দুটি চোখে
অন্তরেতে আশ,
নতুন দিনে সুখে সবাই
করব বসবাস।

অতীত আমার দুষ্ট ছেলে
সব করেছে ক্ষয়,
আগামীটা শান্ত অতি
করবে বাধা জয়।
-সমাপ্ত-

1303total visits,4visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply