অতিথি পাখির ঘৃণা

বরফ পড়া দেশটি হতে
সুন্দর নামের পাখি,
বাঁচবে বলে বাংলায় আসে
ক্লান্ত তাঁরি আঁখি।

ক্ষিধের জ্বালায় পরক পাখি
করুন সুরে কাঁদে,
খাবার খেতে নামলে বিলে
আটকে সুতার ফাঁদে।

যে পাখিটার বিশ্বাস ছিলো
ভালো বাংলাদেশী,
তারাই তাহার বিশ্বাস ভেঙ্গে
কাটলো গলার পেশী।

মরার আগে সুন্দর পাখি
ঘৃণা দিলো ছুড়ে,
জানলে আগে বাংলাদেশে
আসতাম নাকো উড়ে।

দেশটা এদের চারুর যতো
পাষাণ ততই হিয়া,
আশ্রয় নেয়ার ভুলের মাশুল
গেলো জীবন নিয়া।

749total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply