অভাব

অভাব আছে মনের মাঝে অভাব দেখি ভবে,
অভাব আছে সত্যবাদীর মানছে এখন সবে।

নৈতিকতায় চলছে খরা ভাটি নীতিবানে,
হাল ছেড়ে তাই মাঝি গুলো চলছে স্রোতের টানে।

জ্ঞানী গুণীর বিজ্ঞবানী বিত্ত দেখে ঝরে,
বিবেক ক্ষয়ে স্বার্থটাকে রাখছে আপন করে।

দিচ্ছে যাহা মানব সেবায় হয়ত শর্ষে দানা,
প্রচারেতা সেল্ফি নিতে দিচ্ছে ফোনে হানা।

লোক দেখানো কাজের মাঝে চলছে যুগের ভেলা,
মানব সেবার বাড়ছে শুধু দুঃখীর অবহেলা।

রক্ষক গুলোর কারসাজিতে বিশ্বাস এখন ঘুমি,
ভরসার ঐ জায়গাটাতে ধূধূ মরুভূমি।

মানব গুনের অভাব ভারি কান্না সদাই মেলে,
আসবে কবে মানুষ হয়ে সেই আদর্শ ছেলে।

যার মনেতে মায়া রবে ছায়া হবে দুঃখীর,
চোখের মাঝে সুপ্ত সুখের ফুল বাগিচার কুঠির।

যার কাছেতে আবেশ রবে মোহন করা গুনে,
ভালো কাজে জাগবে সবাই তারি গল্প শুনে।

যুগের কালি পড়বে ঢাকা হাজার ভালো কাজে,
জবাব পেয়ে স্বার্থপরে মরবে যেনো লাজে।

ভবের বাগে মানব কুলে আছো যতো শিশু,
যে যাই মানো আল্লাহ হরি কিংবা কেহ যিশু।

তোমাদের ঐ শুভ্র মনের শুদ্ধ আবেগ নিয়ে,
গড়তে পারো নিজকে নিজে সৎ আদর্শ দিয়ে।

যারি অভাব পদে পদে বুঝছে গরীব দুখী,
হতে পারো সেই কান্ডারি করতে তাদের সুখী।

ভয় কেনো পাও বলছি শোনো প্রতিযোগির দেখা,
হাজার খুঁজেও পাবে নাকো চলবে একা একা।

সৎ আদর্শে জাগছে মরু যেওনাকো ভুলে,
কাড়বে নজর বাড়লে শোভা এক সততার ফুলে।

সততাটা শূন্য কোঠায় প্রমান দিবো আজি,
ভালো হবার ইচ্ছায় যদি হতে পারো রাজি।

লক্ষ টাকা রিক্সাওয়ালা ফেরত দিলে দেশে,
গ্রহন্থগারে চাকরি দিয়ে রাখছে নজির বেশে।

সততার আজ অভাব কত ভাবতে ভয়ে মরি,
কান্ডারীটা হতে তোমার শত হাতে ধরি।

মিথ্যার সাথী সাহায্য চায় মানব কুলের কাছে,
সত্যবাদীর সাহায্যতে খোদাই নিজে আছে।

তার ইশারায় ভুবন চলে সবাই তারি নিচে,
কান্ডারী হও মানবতার থাকবে সবাই পিছে।

820total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply