অহংকারী

কিসের দাপট কিসের বড়াই
কিসের বাহাদুরি?
অহংকারী বোঝেনা সে
উড়ছে হয়ে ঘুড়ি।

বিধাতাতে রইছে নাটাই
গুটায় নেবার বেলা,
সাঙ্গ হবে ভবের পরের
অহংকারী খেলা।

উচ্চপদে দম্ভ মনে
চলছো এমন ভাবে,
এই ক্ষমতা কোনো দিনও
কোথায় নাহি যাবে।

ইতিহাসে সাক্ষী আছে
ফকির হইছে রাজা,
ক্ষমতা ধর পঁচছে জেলে
পেয়ে করুন সাজা।

কিসের বলো দর্প তোমার
গায়ের চামড়া সাদা?
ইংরেজিটা বলছো ভালো
অন্যে বলে আঁধা।

দৃষ্টি ঘুরাও পশ্চিমাতে
বুঝবে নিজেই বোকা,
অবুঝ শিশু তুষার শুভ্র
ইংরেজি একরোখা।

অর্থবিত্ত গাড়ি বাড়ি
কিসের করো বড়াই,
বিত্তশালী টয়লেট করে
সোনার দ্বারা গড়াই।

শেষ খেলাটা খেলবে খোদা
নাটাই নিয়ে বসে,
টানলে সুতা অহংকারের
পড়বে ভুবন ধ্বসে।

অহংকারী নিরেট বোকা
জ্ঞান হলো তার মিছে,
বুঝলোনা সে লোকে তাহায়
খিস্তি মারে পিছে।

মানুষ হয়ে জন্ম নিলেও
পশুর মতো গুণে,
মানবতা হইলো সাবাড়
অহংকারের ঘুণে।
==========
কোমরাইল,ডুমুরিয়া, খুলনা।
১৪/০১/১৯

2440total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply