আমাদের এইদিন রবেনাকো বেশিদিন

করোনার ভয়ে আজ জড়োসড়ো দেশটা,
সংশয় সব মনে কোথায় এর শেষটা!
মহামারি দূর্যোগে নির্ঘুম বিশ্ব,
করোনায় মরেমরে পরিবার নিঃস্ব।
জনমনে আজ ভয় বাঁচিবার কী উপায়,
বিজ্ঞরা বলে সবে নাই নাই ভয় নাই।

আমাদের এইদিন রবেনাকো বেশিদিন,
কেটে গিয়ে দূর্যোগ দেশে হবে খুশি যোগ।

হাঁচি কাঁশি দিতে হলে হতে হবে সাবধান,
রুমালের সাথে যেনো থাকে সদা হাতখান।
বাহিরে যেতে হলে মাস্কটা মুখে পরে,
হাত পা ধুতে হবে ফিরিলেই ঘরে।
হাতে হাত মোলাকাত কোলাকুলি রীতিটা,
বন্ধ যতোদিন না কাটে ভীতিটা।

আমাদের এইদিন রবেনাকো বেশিদিন,
কেটে গিয়ে দূর্যোগ দেশে হবে খুশি যোগ।

করোনা ছড়াবার আরও কিছু মাধ্যমে,
রোগীর সাথে হলেও বৈধ সঙ্গম।
কোলে থাকা শিশু যদি স্তন টেনে খায়,
করোনার জীবানু শিশুদের মুখে যায়।
এছাড়াও লালা হতে ছড়াবে করোনা,
মাস্কহীন খালি হাতে রোগীদের ধরোনা।

আমাদের এইদিন রবেনাকো বেশিদিন,
কেটে গিয়ে দূর্যোগ দেশে হবে খুশি যোগ।

যে যাই ভাবে আজ বলে যাক ভাইরে,
বাঁচিবার চেয়ে আর বড় কিছু নাইরে।
শুধু তাই নিজে নয় নিয়ে সারা দেশটা,
হতে হবে সচেতন দেখিতে শেষটা।
যাদের আজ ঘর নেই বাড়ি নেই নিঃশ্ব
তাদেরকে ভুলেগেলে বাঁচবেনা বিশ্ব।

সবে মিলে চেষ্টায় আমাদের দেশটায়
ফিরেপাবো হাসিখুশি আশারাখি শেষটায়।
আমাদের এইদিন রবেনাকো বেশিদিন,
কেটে গিয়ে দূর্যোগ দেশে হবে খুশি যোগ।

—সমাপ্ত–
বিঃদ্রঃ -লেখাটি র‍্যাপ গান হিসাবে গাওয়া যাবে।

535total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান