আর দিবনা ঘুষ

গরীব ওরা নিঃস্ব ওরা-
বিশ্ব সেরা ভিক্ষুক,
ঘুসের সাথে বেতন খেয়েও
ঘোচেনা কভু দুখ।
অভাবে যে ভিখারিনী –
হাতটি পাতে বুঝে,
ঘুসখোরে আর সুদখোরে ভাই
বিপদ গামী খুঁজে।
বিপদে যার থাকার কথা-
গরীব দুখীর পাশে,
সুযোগ বুঝে . লোভে
এই ভিখারি হাসে।
আর কত কাল বেতন ও ঘুস-
দিবো তাদের তুলে,
দিনে দিনে বাড়াচ্ছে শোক
যাচ্ছি কি তা ভুলে?
বিলাসিতার ভিখিরিদের-
দিতে হবে সাজা,
রুখব এবার সবাই মিলে
হোকনা সেও রাজা।

1147total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply