আল্লাহর ঘর
খোদা তোমার এই দুনিয়ায়
যতো ধনোবান,
সবার দ্বারে ঝুলছে তালা
রইছে দারোয়ান।
আমার মতো এই গরীবের
সাধ্য সেথায় হীন,
ঢুকতে পাবো তাদের ঘরে
কভু কোনোদিন।
হবো তাদের মেহমান আর
পাবো সেবার হাত,
সে আশাটা মিছে আমার
মন্দ সে বরাত।
কিন্তু তোমার মসজিদ ঘরে
গেলেও দেশান্তর,
ঢুকতে আমায় দাওনি বাঁধা
করোনিতো পর।
একবারে নয় দুইবারে নয়
প্রত্যহ পাঁঁচবার,
ফিরে এসে তোমার ঘরে
গিয়েছি আবার।
নেই দারোয়ান শোনেনি কেউ
কে আমি এই লোক,
শুনছি আমি তোমার ঘরে
না গেলে পাও শোক।
যে রাজা বা বাদশা আমীর
তোমায় সিজদা করে,
তোমার ঘরে জায়গা পেলেও
পাইনি তাদের ঘরে।
তাই তুমি আজ সৃষ্টি কর্তা
আমরা সৃষ্ট কুল,
পদে পদে চলছি করে
পাহাড় সমান ভুল।
—-সমাপ্ত—
1101total visits,2visits today