কবিতার নাম: কবি দুলাভাই
লিখেছেন: (উদীয়মান কবি) এস,এম,শামীম পারভেজ
ছন্দের মতই লিখলে কি আর কবি হওয়া যায়?
কবির মতই কবি হলো আমার দুলাভাই।
এই জগতে আছে অনেক বড় কবি শুনি
সেই কবিদের মধ্যে আমার দুলাভাই ও উনি।
দুলাভাইয়ের কবিতাতে আছে অনেক বাণী
বাণী গুলো পড়লে সবার চোখে আসে পানি।
নামাজ রোজার কথা আছে অনেক কবিতায়
লিখে যাবে সারা জীবন আল্লার পরিচয়।
কবির মতই কবি হবে বলতো দুলাভাই
দুলাভাইয়ের সেই কবিতা ওঠে পত্রিকায়।
এই কবিতা কিন্তুু আমার দুলাভাইয়ের না
কে লিখেছেন এই কবিতা বলতে নাই মা না।
দুলাভাই মোর চাকরি করে পশ্চিমাঞ্চল গ্যাস-তে
সুযোগ পেলেই শুরু করে কাব্য খানি লিখতে।
দুলাভাই মোর অনেক বড়ো কবি হইছে জানি
মানছে সকল মিডিয়াতে আছেন যতো জ্ঞানি।
,,,,,,,,,,,,,,,///,,,,,,,,,,,
11244total visits,6visits today