কবি মোঃ মেসবাহ রহমান
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment
মোঃ মেসবাহ রহমান
প্রিয় কবি ভাই,
ভেড়ামারা স্টেশনে
তাঁহার দেখা পাই।
মুখ ভরা তাঁর মিষ্টি হাসি
দেখলে লাগে সুখ,
তাঁর ভাগিদার হলাম সেদিন
বুকে মিলায় বুক।
মেসবা ভাইয়ের মোহন ভাষা
মায়া মাখা স্বর,
তাঁর আবেশের রেশটা থাকে
কথা শেষের পর।
ছন্দ ভরা লিখনি তাঁর
খুরের মতো ধার,
সেই লিখনির জুড়ি পাওয়া
মস্ত বড় ভার।
লেখক জীবন স্বার্থক আমার
হলো অর্থবহ,
স্মৃতি মাখা ছবি দিলাম
আজকে তাকেসহ।
এমন প্রিয় গুণীর দেখা
যেনো আবার পাই,
সেই আশাবাদ হৃদয় হতে
আবারও জানাই।
—সমাপ্ত–
760total visits,2visits today