কালো বাবার ফর্সা ছেলে
ছেলের পাশে গেলেই আমায়
ভীষণ দেখায় কালো,
নিজকে দেখে নিশির ছায়া
হিয়ায় লাগে ভালো।
এই কালোতেই সুখটা বাবার
বুকটা ওঠে ফুলে,
শান্তিতে মন দোল খেয়ে যায়
খুশির ভেলায় দুলে।।
তাকায় না কেউ আমার দিকে
সবাই দেখে তাকে,
কেউবা আবার বলেই ফেলে
এই ছেলে হয় লাখে।
কেউ গালে দেয় আদর চুমো
কেউ এনে দেয় খাবার,
ছেলে যেনো বাবার না আর
এই ছেলেটা সবার।
আদর সোহাগ সমাদরের
পায় সে ভুরি ভুরি,
আমার দিকে তাকায় না কেউ
দু’জন যখন ঘুরি।
জন্ম হতে হারলে কোথাও
দুঃক্ষ ছিলো যাতে,
ছেলের কাছে সেই হারাতে
খুশি হৃদয়টাতে।
ছেলের সাথে রূপে,গুণে
খ্যাতি মর্যাদায়,
হারার তরে জায়গা দিলাম
বুকের আধারটায়।
বাবা মা’কে পিছন ফেলে
যাকনা খোকা ছুটে,
বিশ্ব বুকের সেরার সেরা
সবকে আনুক জুটে।
আজ বুঝেছি বাবা মায়ের
সুখটা কোথায় লুকায়,
ছেলের খ্যাতির তৃপ্তি যেথায়
মনের মাঝে ঠুকায়।
রক্তে যখন ভক্ত হয়ে
আসে হাজার অলি,
আঁখি বুজে তৃপ্তি নিয়ে
সুখেই আছি বলি।
—সমাপ্ত–
1141total visits,2visits today