কুকুরের স্বভাব
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment
পাশের বাড়ির কুকুর ছানার
নাম রেখেছে কালু,
দেখতে ভীষণ নাদুস নুদুস
বুদ্ধিতে বেশ চালু।
রোজ কালু খায় মাংস পোলাও
শ্যাম্পু মাখে গায়ে,
গলায় থাকে রূপার শিকল
দামি জুতা পায়ে।
হঠাৎ কভু মুক্তি পেলে
হারায় চোখের আড়ে,
ময়লা খেতে ডাস্টবিনে ধায়
দেখেন প্রতি বারে।
কুকুর পতি দুঃখে অতি
চাবুক মারে পিঠে,
মলের খাবার এতই কী তোর
খাইতে লাগে মিঠে?
কালু বলে আমরা পশু
কুকুর হলাম জাতে,
যায়না স্বভাব পোলাও খেলে
হাজার শত রাতে।
—সমাপ্ত–
841total visits,2visits today
