কেউ কারো নয়

ঘুম থেকে উঠি আর
এই কথা ভাবি,
দেহ ছেড়ে পাখি তুই
কবে উড়ে যাবি?

কবে যাবি না বলে
দেহ করে লাশ,
একা একা কবরে
শুরু হবে বাস।

ঊষা জাগা এই ভোরে
কত শত রূপ,
পাখি গায় গান আর
ফুল অপরূপ।

দিনে রবি জ্বলজ্বলে
রাত্রিরে শশী,
বেলা আর পাবো নাকো
দেখি তা বসি।

রংধনু রবে নাকো
নিশিতের কালো,
মাটির ঐ বিছানাতে
রবে নাকো আলো।

থেমে যাবে শোরগোল
নিঝুমের মাঝে,
ফেলে রেখে পাখি তুই
যাবি তোর কাজে।

কেনো তবে এতোকাল
মোহের ঘোরে,
একা ফেলে যাবি তুই
আমায় গোরে??

সেই সব ভেবে ভেবে
দেহ আর মনে,
রোজ ভোরে এই ভাবি
মোরা দুই জনে।

ক্ষণিকের দুনিয়ায়
মিলে যাই কাজে,
চোখ দুটি গেলে বুজে
কেউ কারো না যে।

—সমাপ্ত–

852total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান