কে তোমার পূর্ব পুরুষ?
মানব জাতির দুইটা শ্রেণি
অন্যজাতি শিম্পাঞ্জিদের
ভুবন ভরা বৎস।
পূর্ব পুরুষ বানর ছিলো
থাকবে আগাম দিনে,
চেনেনা কেউ এই জাতিকে
বানর কেচ্ছা বিনে।
অন্যভাবে চেনার উপায়
পুচ্ছে লেজের বোটা,
বিশেষ চিহ্নে পরিচিত
শিম্পাঞ্জিদের গোটা।
আমরা মানুষ কোরান মতে
আদম হাওয়াই গোড়া,
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি
কেচ্ছা সোনায় মোড়া।
আদম হাওয়া বেহেস্ত ছিলো
থাকতো পোশাক পরে,
খাইতো তারা বেহেস্তী ফল
সুখের বসত ঘরে।
শিম্পাঞ্জিরা ঘুরতো বনে
খাইতো যা না খাওয়ার,
গৌরব মোড়া নেই কিছু তার
সেই জীবনে পাওয়ার।।
শিম্পাঞ্জিরা যতই পড়ুক
হাদিস, কোরান,কেতাব,
পূর্ব পুরুষ পাবে না তার
শ্রেষ্ঠ জীবের খেতাব।
পূর্ব পুরুষ বানর তাদের
এই যদি হয় গর্ব,
স্বাধীনতা অটুট থাকুক
করবো না তার খর্ব।
পূর্ব পুরুষ আদম হাওয়া
আমরা শ্রেষ্ঠ জাতি,
তুমি যদি তেমন ভাবো
হও আমাদের জ্ঞাতি।
–সমাপ্ত–
5107total visits,5visits today