কোরবানি
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment
লক্ষ টাকায় গরু কিনে-
কোরবানিটা দাও,
তার প্রতি যে থাকবে মায়া
বুঝতে না তা চাও।
কেনাও পশু চাকর দিয়ে-
মেটাও টাকায় দাম,
চিনলেনা কোন পশু তোমার
রাখলে শুধু নাম।
ভাগের বেলায় ভরলে ফ্রিজ-
মিসকিন পেলো কম,
পশুর ওজন প্রচার করে
ফুরায় যেন দম।
এই কি হলো কোরবানিটা-
বুঝলেনা কি শোক,
উল্লাসে তার হলো জবাই
বাঁধলে নাকো চোখ।
মনের পশু রইলো মনে-
খুশির লাগে তাক,
তবুও আশা কোরবানিটা
কবুল হয়ে যাক।
959total visits,2visits today
