খোকার গাড়ি দিবে আড়ি
- By: এস এম মঞ্জুর রহমান
- On:

খোকনরে তুই সেই যে গেলি
আসলি নারে আজও,
সকাল গিয়ে দুপুর শেষে
পার হয়েছে সাঁঝও।
রাতের বুকে একলা একা
হঠাৎ ডাকি তোকে,
তুই যদিও ঘরেতে নাই
ডাকছি ভ্রমের ঝোঁকে।
দেখছি ঘুরে তোর গাড়ি আর
ভাবছি নিঝুম ঘরে,
খেলনা গুলো তারাও বুঝি
তোর প্রতীক্ষা করে।
জং ধরেছে তাদের চাকায়
মরচে পড়া বাড়ি,
আসতে যদি আর দেরি হয়
সবাই দেবে আড়ি।
ভুলে গেছি তোমার প্রিয়
মস্ত টেডিবিয়ার,
চুপ করে সে, কী অভিমান?
করছে না তা শেয়ার!
অপেক্ষা আর অভিমানে
গাইছে না গান পাখি,
তোকে ছাড়া আমরা সবাই
কেমন করে থাকি?
—সমাপ্ত–
(Visited 27 times, 1 visits today)
678total visits,2visits today
