গাঁয়ের মায়া

ইচ্ছে জাগে যাই ফিরে যাই
সেই পুরানো গাঁয়,
যেথায় থাকে মা জননী
আমার প্রতীক্ষায়।
বিলে যেথায় মাছের সাথে
ফলে সোনার ধান,
সাদা বকের ডানার শোভায়
জুড়িয়ে দেয় প্রাণ।
দোয়েল শালিক শ্যামার গানে
জাগে নতুন ভোর,
জুঁই বেলী ফুল সুবাস ছড়ায়
খুললে ঘরের দোর।
ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যা বেলায়
বাঁশ বাগানের পর,
পূর্ণ চাঁদের রূপোর আলোয়
ভরে পাড়ার ঘর।
বাল্যকালের হাজার স্মৃতি
যেথায় গেলে পাই,
ইচ্ছে জাগে সব ফেলে আজ
সেই গাঁয়ে নিই ঠাঁই।

632total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply