ঘুষ

ঘুষের টাকা দিতে বেহুশ
বাংলাদেশের মানুষ,
উৎসাহ দেয় ঘুষে যাঁরা
তারা হলো ফানুস।

সিকি আনা ভাগে পেতে
ঢালছে কেহ ঘি,
হচ্ছে যাদের পকেট খালি
বুঝছে তারা কী?

এটা তো এক মহা চক্র
বক্র করে ঠোঁট,
ঘুষ না দিলে বোঝা যাবে
পাচ্ছে কে কে চোট?

কর্তার কথায় কর্তৃ নাচে
বাঁচে সাঙ্গ পান,
ফাঁদে পড়ে পকেট ধ্বসে
হাঁপসে ওঠে জান।

কার কাছে দি নালিশ শালিশ
কে দাঁড়াবে রুখে?
সৎ সাহসী বংশ ভালো
হিম্মত আছে বুকে।

কার বুকেতে দেশের মায়া
দীপ্ত নীতিবান,
ভেঙে দিয়ে ঘুষের এ বাঁধ
আনবে সৎ-এর বান।

দেশ মাতা রয় প্রতীক্ষাতে
সূর্য ছেলের আশে,
আঁধার আকাশ মুক্তো করে
আলোয় মা-দেশ ভাসে।

—সমাপ্ত—

693total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply