চক্ষু বুজে দেখি

চক্ষু বুজে দেখি

চোখ খুলে নয় চক্ষু বুজে

শখের কাব্য খানি,

লিখতে এলো চোখের কোনে

কয়েক ফোঁটা পানি।

আজকে করা এই অভিনয়

সত্য যেদিন হবে,

জানি সেদিন এমনি আঁধার

আমায় ঘিরে রবে।

সবাই রবে সরব হয়ে

আমি অনড় শুয়ে,

রংধনুটা কালো হবে

দিলাম কথা রুয়ে।

ফলবে যেদিন কথার বীচি

লাগবে এমন মনে,

জীবন এতই ছোটো ছিলো

কাটলো ঘুমের ক্ষণে।

আজি নিয়েই জন্ম আবার

আজি যাবার বেলা,

দুনিয়াতে সবি ছিলো

স্বপ্ন নিয়ে খেলা।

নিঝুম রাতে একলা যখন

চক্ষু বুজে ভাবি,

মিছে মায়া লাগে সবি

মিছে সকল দাবি।

হীরে মানিক মুক্ত কিংবা

ব্যাংকে ভরা টাকা,

জগৎ মাঝে থাকবে সবি

নিজের দু’হাত ফাঁকা।

ভবের পরে অতিথি এই

আত্মা দেহ হৃদয়,

চোখ বুজিলে যার মতো সেই

নিতে আসবে বিদায়।

একলা এলাম জন্ম নিয়ে

একলাই যাবো ফিরে,

সঙ্গী শুধু বাড়তি দেহ

বাড়ছে যাহা ধীরে।

সঙ্গী হবে মগজ মাঝের

স্মৃতির পাতা গুলি,

যেথায় রাখা ভালো মন্দের

কাজের কচড়া তুলি।

স্মৃতি দেখে সেদিন যদি

দীর্ঘশ্বাসে ভাসি,

পারব নাতো গড়তে আবার

নতুন করে আসি।

4456total visits,4visits today

এস এম মঞ্জুর রহমান