চাষার আশা

চাষার আশা

একটা লিটার পানির মূল্য
যখন ত্রিশ টাকা,
ধানের কেজি বারো হলে
যায় কি বেঁচে থাকা?

পানির দামও হয়না যখন
চাষার ধানের মূল্য,
শ্রমটাকে ভাই করো বলো
কিসের সাথে তুল্য?

ধানের দামটা বাড়ায় দেবেন?
দেখবেন সেটা ক্ষমায়,
বাঁচার জন্য জিনিসের দাম
রাখেন একটু কমায়।

আমরা কৃষক মূর্খ চাষা
আশা বাঁচার তরে,
সব জিনিসের দামটা ধরেন
ধানের মতোই করে।

বাঁচবে কৃষক আমজনতা
সুস্থ সবল ভাবে,
এই কৃষকের কথাটা কি
একটু রাখা যাবে?

764total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply