টেস্ট লেখা ডাক্তার

আমাদের ডাক্তার আছে শুধু লোভ তার
নাই ভালো জ্ঞান,
তাই যদি নাই হবে কেনো এতো টেস্ট দেবে
যার কাছে যান।

টেস্ট বিনা নাই জ্ঞান শুনে যান ভাইজান
খায় কমিশন,
নিজেরা করলে ফেল, দেবী শেঠির খেল
তবু খাই খাই মন।

যদি সে টেস্ট দেবে কেনো এতো ফিস নেবে
কিসের দামে?
রোগ টাকে বুঝতে, ল্যাবে গেলে খুঁজতে
সে কোন নামে?

ইয়া বড় নেমপ্লেট লেখা তাতে বার ডেট
কতো তার ফিস,
দেখে তাহা মনে হয় বিজ্ঞ অতিশয়
শেষে বলি ইস।

অকারণ টেস্ট লিখে হাসে সে একদিকে
খুশির রসে,
রোগীদের হার্টবিট কমে চলে মিটমিট
পকেট ধ্বসে।

নাই যাহার নিস্তার করিতেছে বিস্তার
ছোঁয়াচের বেশে,
বন্দী জনগনে চিকিৎসার অঙ্গনে
সারাটা দেশে।

নাই যার মুক্তি দিয়ে কোনো যুক্তি
কারণ এটাই,
চিকিৎসা না দিলে, ডাক্তার-রা মিলে
জীবন বৃথাই।

তাই সবে পায় ভয় বললে কী যে হয়
লোভী যার মন,
কষ্ট মনে রেখে অন্যায় চোখে দেখে
দেয় কমিশন।

এভাবে আর কতো? অন্যায় আছে যতো
মানতে হবে,
সমাধান আনতে বাধাকে ভাঙতে
এক হই সবে।

(এই লেখাটি লিখেছি নিজে আজ ৫/৪/১৯ তারিখে ডাক্তারের কাছে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতা থেকে)

878total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply