তারুণ্যের শক্তি
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment
ওহে তরুণ অরূণ তোরা
পৃথ্বীতলের আলো,
তোদের দ্বারাই মন্দ ঘঠে
তোদের দ্বারাই ভালো।
ঝড় তুফানের শক্তি সেতো
তোদের মাঝেই থাকে,
আগ্নেয় গীরির লাভার বানে
ভাসাস বাঁধাটাকে।
বয়সটা তোর ভুলে ভরা
জানে প্রবীণ জ্ঞানী,
দে মুছে দে কালিমা
সব
এই সমাজের গ্লানি।
পাতাল ফুড়ে মত্তে যাবি
আসবি আকাশ ফেটে,
তবেই যাবে জতগ মাঝের
সকল আঁধার কেটে।
জনম দুখী দূর্বলেরা
তোদের মুখে চেয়ে,
দে ফিরে দে তার
অধিকার
তারুণ্যের গান গেয়ে।
2490total visits,2visits today
