দূর্নীতি দাও রুখে
মুক্তি সেনার জীবন দানে
এই কি স্বাধীনতা?
ন্যায়ের দ্বারে নিথর হয়ে
কাঁদবে মানবতা!
ভিন দেশীদের গোলার মুখে
বুক ফুলিয়ে লড়ে,
শহীদেরা দিয়েছে ভাই
স্বাধীনতা গড়ে।
পাখির মতো মারলে তাদের
যায়নি কভু পিছে,
স্বাধীন দেশের মানুষ হয়েও
মাথা কেনো নিচে!
কোন সে ভয়ে চুপসে নিজে
করছ বাঁচার আশা,
শহীদ ভাইয়ের আদর্শতে
নাই কি ভালোবাসা।
তাদের মৃত্যু কী দিয়েছে
কোন ধরণের শিক্ষা?
নিজ অধিকার স্বাধীন দেশে
করতে হবে ভিক্ষা?
পাক বাহিনীর গোলার চেয়েও
লোভীর চোখে চেয়ে,
পাচ্ছ কী ভয়, যাচ্ছ সদাই
তাঁর গুণগান গেয়ে।
শত্রুর এখন সংখ্যা কতো
সাধ্য কি নাই জানা,
ছত্রিশ কোটি হাতের হানায়
নাইত কোথায় মানা।
দূর্নীতিবাজ দালাল সহ
ঘুসখোরের ঐ দলে,
স্বাধীন দেশের স্বাধীনতা
লুটছে নানান ছলে।
বঞ্চিতদের স্রোতের ধারায়
খড়কুটো সব তারা,
দাও হটিয়ে বাংলা হতে
নাস্তানাবুদ হারা।
কে আছে ভাই এই দেশেতে
দেয়নি টাকা ঘুসে,
আর কতকাল ঘুস ভিখিরি
রাখব দেশে পুষে।
স্বাধীনতার বাধা এরা
বিনাশ হলে দেশে,
স্বাধীনতার সুখে তখন
থাকবে বীরের বেশে।
যুদ্ধটা হোক জীবন জুড়ে
নীতিহীনার সঙ্গে,
লড়ছি সদাই লড়ে যাবো
জন্মভূমি বঙ্গে।
688total visits,4visits today