নাম বনাম কর্ম

মা বাবা শখ করে নাম দিছে ঢক করে
ডাক দেয় রাজা,
সিংহাসন পায়না রাগ করে খায় না
খায় ছেলে গাজা।
চোখ বুজে দেয় দৌড় লোকে কয় চোরচোর
আঁধারের মাঝে,
নাক কান কাটা যায় শুনে তার বাপ মায়
মরে যায় লাজে।
নাম রেখেও লায়ন হয়ে যায় বায়ন
ইঁদুর না ডরে,
শুনে রেখো ভাই কথা গুলো ছাই
নাম বড় করে।
বড় হয় কর্মে বিবেকের ধর্মে
মানবের তরে,
সত্য ন্যায় নীতি আর খোদার ভীতি
লোক বড় করে।

766total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply