পাঠক বন্ধুদের স্মরণে

আমার কিছু বন্ধু আছে
আমার লেখার পাঠক,
এই হৃদয়ের মধ্যে তাঁরা
হইছে সবাই আটক।

মুখ গুলো খুব চেনা চেনা
দেখলে লাগে মায়া,
সব কিছু তার এই মনেতে
দূরে শুধুই কায়া।

বন্ধু গুলোর কান্না হাসি
জয় পরাজয় মিলে,
তারা সবাই জায়গা করে
আছেন আমার দিলে।

আবেগ সুতায় বাঁধা সবাই
ফেসবুকে পাই দেখা,
সবাই মিলে আসর জমাই
পোস্ট করে রোজ লেখা।

খোঁজ খবরে অনেক জনে
ভেঙে নিজের গণ্ডি,
রাখছে খবর কেমন আছে
মা,বাবা,ভাই বুণ্ডি।

এই ব্যবহার বিহীন ভবে
নাইত মানিক রতন,
রাখবো যাকে বুকের মাঝে
অধিক করে যতন।

দুনিয়াতে সবার জীবন
হিসাব করা দিন,
সেই দিনে কেউ খুশির কারণ
বৃদ্ধি করে ঋণ।

তিলে তিলে খুশির সুতায়
গড়ছি আপন ঘর,
এই খানে সব উদার হৃদয়
নয়তো কেহ পর।

মন আঙ্গিনায় আটক যাঁরা
পাঠক কিংবা জ্ঞাতি,
একটা দিনে সবাই হবো
পরকালের জাতি।

ইহকাল ও পর কালে
দুটিই মিলন মেলা,
না পায় যেনো কারোর জীবন
দুখের কঠিন বেলা।

সবার তরে সবাই আমরা
তুলে দুখান হস্তে,
খোদার দ্বারে দোয়া মাঙ্গি
সূর্যের উদয় অস্তে।

সব জনাকে সুস্থ রাখো
ওহে দয়াময়,
সবার জীবন তোমায় স্মরে
খুশির যেনো হয়।

—সমাপ্ত–

(Visited 23 times, 1 visits today)

673total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান