প্রতিবেশী

তোমার ঘরের চল্লিশ দারে-
গরীব প্রতিবেশী,
তাদের ভুলে ক্যামনে থাকো
তুমি দিবানিশি।

ক্যামনে তাদের কান্না তোমার-
শান্তিতে ঘুম আনে?
ক্ষুধার্ত শিশুর চিৎকার কি
আসেনা ওই কানে?

আসেনা কি চোখের সামনে-
শীর্ণ দেহী লোক?
তাদের দেহের জীর্ণ পোশাক
বাড়ায়না কি শোক?

ভোগ বিলাসী অন্ধ তুমি-
বন্ধ মনের দ্বার,
তোমার দিকে করুনার চোখ
তুমি নির্বিকার।

তারাও মানুষ তাদের জন্য-
রেখো দুয়ার খুলে,
সুখের দিনে যেওনাকো
প্রতিবেশী ভুলে।

909total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply