প্রার্থনা

খোদা তোমার লীলাখেলা
বোঝার সাধ্য নাই,
একই বুকে মায়া আবার
পাষাণ দিছো ঠাঁই।

গড়তে দিছো ইচ্ছা শক্তি
ধ্বংসে দিছো ঝড়,
কাউকে রাখো অট্টালিকায়
কাউকে মাটির পর।

আগুন দিছো পুড়ছে বাহির
হিংসায় মনের ঘর,
লোভ লালসায় পুড়ছে জ্ঞাতি
যতো আপন পর।

মিথ্যুকেরা শক্তিশালী
সততা পায় হার,
প্রভু তুমি বিমুখ হয়ে
থেকো নাকো আর।

ভবের মাঝের কালিমা সব
নাও তুলে নাও আজ,
থাকতে পারি যেনো সবাই
সুখে জগত মাঝ।

690total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply