ফাগুন মাসে শীতের পিঠে

শীতের পিঠার আসর মায়ের
জমলো ফাগুন মাসে,
চাকরি হতে ফিরে বাড়ি
দেখছি বসে পাশে।

কত যে মা’র পিঠার ধরন
খেজুর গুড় আর রসে,
মায়ের আদেশ খেতে হবে
সবই পাশে বসে।

চিতাই পিঠা ভিজায় রসে
সুচি পিঠার পায়েস,
কাচি পিঠা নলি গুড়ে
খাই তা করে আয়েস।

পাটি শাপটা কুলি পিঠার
মিষ্টি গন্ধ খানি,
নাকের ডগায় উড়ে ঘুরে
জিভেয় ঝরায় পানি।

মুহুর্মুহু পিঠের গন্ধে
হাবুডুবুই নাকটা,
প্রশ্ন করি মায়ের কাছে
কৌতুহলেই একটা।

পিঠে কেনো বানাওনি মা
পৌষ, মাঘের মাসে?
মায়ে বলে শীত যে আমার
খোকার সাথেই আসে।

তুমি বাড়ি না আসিলে
বানাই যদি পিঠে,
মায়ের মুখে কোনো পিঠাই
লাগেনা বাপ মিঠে।

তাই তুমি না আসলে বাড়ি
শীত আসেনা ফিরে,
শীতের আমেজ আসে বাড়ি
তোমার আসা ঘিরে।

এমন কথায় দুফোঁটা জল
গড়ায় পড়ে গালে,
এমন মা আর কেউ পাবেনা
কভু কোনো কালে।

বসন্তে তাই শীত জমেছে
মায়ের ভালবাসায়,
বিলম্বে মা’র শীত এসেছে
থেকে খোকার আশায়।

—সমাপ্ত–

1236total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান