বউয়ের মায়ায়

নিঝুম ঘুমে নিথর ভুবন
জেগে আমার আঁখি,
পশ্চিম দিকের জানলা খুলি
দৃশ্য গুলো আঁকি।

গিরিলের এ ধারে আমি
তুমি ছুঁয়ে পিঠে,
ঘুমে আছো জ্যোস্না রাতে
লাগছে বড় মিঠে।

একনাগাড়ে ডাকছে ঝিঁঝিঁ
জোনাক এঁকে বেঁকে,
হলদে আলোয় জ্বলছে ভারি
হঠাৎ থেকে থেকে।

শুক্লপক্ষের শেষে এসে
এই মায়াবী ক্ষণে,
রাখছি তোমায় যতন করে
তুলে মনের কোনে।

ইদুল ফিতর উৎযাপনে
যাবে বাবার ঘরে,
অফিস সামলে ফিরব আমি
তাঁর কিছুদিন পরে।

জ্যোস্না হবে অমাবস্যা
ঘোর আঁধারে আমি,
তোমায় ছেঁড়ে থাকার ব্যাথা
জানবে অন্তর্যামী ।

ক্ষনিকের এই দূরত্বটা
কমবে হঠাৎ যেদিন,
বিরহাতুর সরোবরে
বাজাবে সুখের বীন।

তার মাঝে যায়, যাক যতো দিন
নির্দয়ে অবেলায়,
দেশান্তরের প্রান্ত ছেড়ে
জমবো খুশির মেলায়।

হাই,টা টা বাই বাই হ্যালো
তুমি আছো ঘুমে,
অকারণ ভাবনাটা কেনো
এখনো তো এক রুমে।
—সমাপ্ত—

764total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply