বাংলার সিনেমায় যৌন কর্মী !
সিনেমা আর নাটক ঘিরে
আস্তে ধীরে ধীরে,
নাম করা সব বেশ্যা গুলো
আসছে ফিরে ফিরে।
কী রে বাবা! এসব কীরে
এটা কেমন রঙ্গ!!
নাটক ছবি হয়না কীর আর
না পেলে তার সঙ্গ?
সোনালী যে যুগটা ছিলো
দেখে এসে ছবি,
বলত বাবা মায়ে সবাই
হিরোর মতো হবি।
নায়ক এবং নায়িকাদের
প্রেমে সবাই পড়ে,
তাদের কাজের অনুসারে
জীবন যেতো গড়ে।
আজকে ছবির পরিচালক
কী শিক্ষা চায় দিতে?
সিনেমাতে যৌন কর্মী
দেখছি পটু নিতে।
কীসের মডেল হবে তারা
দর্শকে কী শিক্ষবে?
যৌন কাজে থাকলে লেগে
অভিনয়ে টিকবে!
বিশ্বব্যাপী সমাদরে
পাইতে পরিচিতি,
দর্শক জনে মানবে এখন
যৌন কাজের নীতি?
তবে এসব নষ্ট মুখের
ছবি কেনো পর্দায়?
দেশের মাঝে প্রচার তাদের
অভিনব কায়দায়?
রুখ এসব নষ্টামিকে
কষ্ট কমাও দেশে,
এসব ছবি শিশুর মাঝে
আসবে বিষের বেশে।
নষ্ট হবে ফুলের জীবন
অঙ্কুরেতে ধ্বসে,
আর করনা যৌন প্রচার
সিনেমাতে বসে।
—সমাপ্ত–
1399total visits,3visits today