বাচ্চার অভিমান

সব জানি মা বাবা যখন-
টাচ ফোনটা নিয়ে,
সারাটা দিন উপর নিচ
ঘষে আঙ্গুল দিয়ে।

সবাই তাকে হাসি মুখে-
বাহাবা যাও বলে,
আমি ছুঁলে ফোনটি তুমি
কাড়ো নানান ছলে।

ধমকে আমায় শাসন কর-
হাত দিবেনা ফোনে,
বাবার প্রতি এমনি রাগ
দেখিনাতো মনে।

সেও দেখি অনেক সময়-
মুখে ফোনটি নিয়ে,
গভীর ভাবে চিন্তা করে
দেখনা চোখ দিয়ে।

আমি নিলেই আকাশ মাঝে-
ফাটে যেন বাজ!
বলনা মা জঘন্য কি
আমার সকল কাজ?

আমি দেখি ফোনের মাঝে-
সবার থাকা ছবি,
ইচ্ছা তো নাই বাবার মত
হব কভু কবি।

এটার বিহিত কর আজি-
এই দিয়েছি আড়ি,
তা না হলে গিয়ে আমি
থাকব মামার বাড়ি।

1291total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply