বাজার দর
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment
খোকা যাবে বাজারে
টাকা নিয়ে হাজারে
পকেটে নাই ফাঁক।
বস্তা ভরে টাকাকে
বলল ডেকে কাকাকে
এখন যাওয়া যাক।
বাজার গিয়ে টালমাটাল
কিনল কিছু চাল বা ডাল
টাকা হলো শেষ।
কেনাকাটায় চাচার স্বর
চালে ডালে পকেট ভর
এটাই এখন দেশ।
দুঃক্ষে চাচা ভাইপোকে
বলল বাজার আইবকে
টাকায় ভাঙ্গে কাঁধ।
বাজারের ইচ্ছা মতো
দাম দরের কেচ্ছা যতো
হয়না যেতে সাধ।
আনবি টাকা বস্তা ভরে
কিনবি পঁচা সস্তা দরে
ভরতে পকেট তোর,
তা না হলে লোকে ওরে
ভাববে সবাই গরীব তোরে
তুই কি বেটা চোর।
বুক ফুলিয়ে বলবি জোরে
কিনছি পুঠি আস্ত ধরে
সবাই শুনে যাক।
ফিরবি পথে সাবধানেতে
রাখবি নজর সবখানেতে
চোরের থাকে তাক।
—সমাপ্ত—
798total visits,2visits today