বিধাতার দান
আমাদের এই মাটি আরো আসমান,
ফলফুল আলো বায়ু বিধাতার দান।
দিনে রবি জ্বলজ্বল রাত্রিরে চাঁদ,
আহারের মাঝে কত তৃপ্তির স্বাদ।
কূলহীন সাগরে নাবিকের সাথে,
খোদার হুকুমে গভীর রাতে।
জোট বেঁধে ঝুলে সব হাজার তারা,
মিটমিট জ্বলে জ্বলে দেয় পাহারা।
লাল নীল বেগুনি আসমানী রঙে,
গড়া এই ধরনী নানান ঢঙে।
নদী নালা খাল বিল পাহাড়ের সারি,
ঝর্ণার কী যে রূপ ভুলতে কি পারি।
কলকলে নদী বয় শনশন বায়ু,
বাঁচতে ভুবনে পাই শত আয়ু।
মা বাবা ভাই বোন মায়া ভরা মন,
চারদিকে ভর্পুর আরো প্রিয়জন।
পাখিদের গানে সুর বাদ্য বীনা,
সব কিছু নিজেদের মাগনা কিনা।
শুধু ঐ বিধাতার খুশির দামে,
ভোগ করি সবি তার গুণের নামে।
—সমাপ্ত—
644total visits,2visits today