বিশ্বাসের বৈশাখে

প্রথম দিনে হাসলে যদি
বছর কাটে হেসে,
তবে তো ভাই আজকে আমি
ভীষণ গেলাম ফেঁসে।

তবলা আঁকা শাড়ি কাপড়
কিনতে গিয়ে বাজার,
এক শত নয় দুই শত নয়
লাগছে হাজার হাজার।

ইলিশ দেখি দামের পাখায়
উড়ছে থেকে দূরে,
গন্ধ শুকেই আসছি ফিরে
সারা বাজার ঘুরে।

গরীব আমি কৃষি পেশায়
দিন নিয়ে যাই ঠেলে,
আসত খুশি সবার মুখে
ইলিশ কাটা পেলে।

হয়নি কেনা কুলার শাড়ি
ইলিশ সোনার দামে,
আসেনি তাই পরিবারে
সুখের হাসি নেমে।

পন্য যদি বিক্রি হতো
একটু সস্তা দরে,
সুখ গুলো সব সারা বছর
জমতো আমার ঘরে।

—সমাপ্ত—

681total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply