ভালোবাসার অর্থ

ভালোবাসা অর্থ টা কী
আটকে গেছে লাল গোলাপে?
ভালোবাসি ভালোবাসি
বলতে থাকা মুখ বিলাপে!

নেই কি নেই আবেগ সেথায়,
ভাগ বসানো দিল-এর ব্যথায়,
নাকি প্রেম আটকে গেছে –
লালসার ঐ নীহারিকায়?

প্রেম কী শুধুই চোখের ডগায়
আবেগ ছড়ায়,
আড়াল হলে সব ভুলে সেই
প্রেমকে হারায়?

নাকি প্রেম অমোঘ সুধা
হিয়ায় থাকে,
দুর প্রিয়কে ব্যাকুল বেশে
কাছেই ডাকে?

মধু মাসেও উদাস বায়ুয়
উন্মুখে রোজ,
ফুলেতে নয় ঝরা পাতার
রাখে সে খোঁজ।

প্রেম কী ঐ গায়ে গায়ে
ঘেঁষাঘেঁষির ফল?
যার মাঝে রয় নষ্ট মনের
হাজার খানেক ছল।

বদলে গেছে প্রেমের অর্থ
এই কালে ভাই,
নাই নাই নাই আসল প্রেমের
অস্তিত্ব নাই।

নগদ পেতে রাজি সবাই
সব কিছু তাই,
যেনো এক সওদাগারে
কিনছে মিঠাই।

প্রেমটাকে না যায়রে দেখা
আলগা চোখে,
অঝোর ধারায় অশ্রু ঝরায়
প্রেমের শোকে।

ক্ষত করে হৃদ মাঝারে
আকাঙ্খাতে,
রূধির ধারায় সিক্ত হৃদয়
নিঝুম রাতে।

রিক্ত হতে পারলে যে হয়
স্বার্থকতা,
প্রেমের মাঝে এই সব আজি
ভ্রান্ত কথা।
—সমাপ্ত—

943total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply