ভুলে ভরা বই নয়

বই যদি হয় ভুলে ভরা
আদর্শ বই জ্ঞানের আধার
শেখায় অনেক কিছু।
বই গুলো হোক নৈতিকতার
বৈরিতা নয় ধর্মে,
থাকলে হিয়ায় ধর্ম ভীতি
মানুষ খাঁটি কর্মে।
স্বদেশ প্রীতি বাদ যদি রয়
সে তো ভয়ংকরী,
পরের ভাষায় মাইকেল করেন
ভালোবাসা ফেরী।
দেশ প্রেমে না জাগলে হৃদয়
জীবনটা হয় মিছে,
পরদেশে জীবন দিলেও
স্বদেশ রবে পিছে।
জ্ঞান বিজ্ঞানের কথা বইয়ে
থাকবে ভুরিভুরি,
তাই বলে বই লিখতে না হয়
পরের লেখা চুরি।।
চুরি করার বিদ্যা দিয়ে
সাধু গড়ার আশা,
সত্যি বড় বোকামিতা
হাস্য রসে ঠাসা।।
বাঘের পেটে বাঘই জন্মে
গাধার পেটে গাধা,
সুশীল জাতি গড়তে কেতাব
হয়না যেনো বাধা।
–সমাপ্ত–
1441total visits,2visits today