মসজিদের ইমামের বেতন

ইমাম সাহেব প্রিয় সবার
হাসি থাকে মুখে,
ইমামতির সম্মাননায়
মন ভরে সে সুখে।

চিন্তা তাহার খোদার পথে
দিন যদি যায় কেটে,
পরকালে জান্নাতি সুখ
সহজ হবে পেতে।

হাদিস আছে ইসলামি জ্ঞান
বিক্রি যে জন করে,
পরকালে থাকবে না চাম
নিজের মুখের পরে।

তাই ভেবে এই ইমাম হুজুর
চাতক পাখির মতো,
মুসল্লিদের মুখে চেয়ে
মনে পোষে ক্ষত।

দানের টাকায় স্বল্প বেতন
তিনেক বা চার হাজার,
এই টাকাতে ক’জন পারে
করতে মাসের বাজার?

অসুখ হলে যায়কি দেওয়া
চিকিৎসকের ফি টা,
নাকি ছেলে শখ করিলে
কিনতে পারে ঘি টা?

যে ইমামের পিছে সবাই
নামাজ পড়ে এসে,
কেউ খোঁজেনা কষ্ট তাহার
অস্ত ডুবার শেষে।

দেশটা যখন উন্নয়নের
বিশ্ব সেরা মডেল,
চতুর্দিকে হচ্ছে খরচ
অর্থ কড়ি অঢেল।

ইমাম গণের হাসির পিছে
দুঃখ যা সব লুকায়,
দুহাত তুলে খোদার কাছে
অশ্রু চোখেই শুকায়।

হয়নি সময় এখনো কী
তাদের কষ্ট ভাবা,
খোদার কাছে জবাব দিতে
না হই যেনো হাবা।

—সমাপ্ত—

906total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply