মায়ের আঁচল

আমার মায়ের আঁচলরে ভাই
লম্বা এতোই বেশি,
জন্ম হতে ছিঁড়ছি তবু
হয়না তাহার শেষই।

এই আঁচলের ছাঁয়ারই তল
এতোই বেশি বড়ো, 
হয়না সমান চলার পথের
সবই করে জড়ো।

আঁচল খানির ছাঁয়ার মাঝে
থাকে এতোই মায়া,
ভুবন ভরা বিষাদ দিনেও
শীতল করে কায়া,

মায়ের আঁচল মাঝেরে ভাই
পরশ পাথর লুকায়,
তারি সুধার হয়নারে ক্ষয়
সাগর গেলেও শুকায়।

আঁচল জুড়ে যাদুর পরশ
আছে পরীর পাখা,
আর্শিবাদে মাথায় ঘোরে
হোকনা যেথায় থাকা।

দুই ভুবনের সাধন আমার
ধারণ করি গলে,
সুখের পরশ পাইতে খুঁজে
এই আঁচলের তলে।
—সমাপ্ত—

1240total visits,2visits today

Evan Hasan

Leave a Reply